Wednesday, August 27, 2025
HomeScrollমালদহে পৌঁছলেন জাতীয় মানবাধিকার কমিশন

মালদহে পৌঁছলেন জাতীয় মানবাধিকার কমিশন

ওয়েব ডেস্ক: ওয়াকফ ইস্যু নিয়ে উত্তপ্ত, রাজ্যের বেশকিছু জায়গা। আর এই আবহে শুক্রবার মালদহে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশন। জানা যাচ্ছে, দলে রয়েছেন দুজন। দুই সদস্যের দল আজ কথা বলবেন অশান্ত মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে। আর সেই ভিত্তিতেই তৈরি করা রিপোর্ট জমা দিতে পারেন কেন্দ্রীয় সরকারকে।

আরও পড়ুন: উত্তপ্ত মালদায় এবার জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল, এসে পৌঁছলেন কলকাতায়

NHRC-এর এই দুই সদস্যের দল আজ সকাল ১০টা ১০ নাগাদ বন্দে ভারতে করে মালদহ টাউন স্টেশনে পৌঁছন। জানা যাচ্ছে, আপাতত সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। আর তারপর রওনা দেবেন বৈষ্ণবনগরের উদ্দেশে। কথা বলবেন মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে। সকল ঘরছাড়াদের সমস্যার কথা শুনবেন NHRC-র দল। পাশাপাশি মুর্শিদাবাদে কী হয়েছিল সেই কথা তাদের মুখে শুনবেন এই দল।

 

উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঘরছাড়াদের নিয়ে উপস্থিত হন রাজ্যপালের কাছে। রাজ্যপাল তাদের সকলের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News